অস্ট্রেলিয়া ও চীনের সহযোগিতা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সঠিক পথ: চীনা রাষ্ট্রদূত
2024-03-12 11:11:54

মার্চ ১২: ২০২৪ সালের ‘অস্ট্রেলিয়া আর্থিক পর্যালোচনা’ ব্যবসায়িক শীর্ষসম্মেলন গতকাল (সোমবার) সিডনিতে আয়োজিত হয়েছে। দেশটির রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের প্রতিনিধি, সেদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়াও ছিয়ান সম্মেলনে বক্তব্য রাখেন।

চীনা রাষ্ট্রদূত সিয়াও বলেন, গত বছরে দু’দেশের পণ্য-বাণিজ্যের মোট পরিমাণ ৩০০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ছাঁড়িয়ে গেছে। এ থেকে বোঝা যায়, সহযোগিতা ও অভিন্ন স্বার্থ অর্জন হবে অস্ট্রেলিয়া ও চীনের যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সঠিক পথ। চীন ও অস্ট্রেলিয়া উভয়েই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ, দু’দেশের আর্থিক কাঠামো পরিপূরক।

চীন উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে, বিদেশি পুঁজি আকর্ষণ করবে, প্রক্রিয়াকরণ শিল্পে বিদেশি পুঁজি বিনিয়োগের বাধা বাতিল করবে, টেলিযোগাযোগ ও চিকিত্সাসহ পরিষেবা শিল্পের বাজার অনুমোদন দেবে এবং বিদেশিদের চীনে কর্মসংস্থান, লেখাপড়া ও পর্যটনের সুযোগ সুবিধা প্রদান করবে বলে জানান রাষ্ট্রদূত।

অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ জিম চালমারস তাঁর ভাষণে বলেন, বর্তমানে তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতি ও মুদ্রাস্ফীতির দ্বৈত চ্যালেঞ্জের মুখে রয়েছে। বৈশ্বিক অর্থনীতির মন্দা, সরবরাহ চেইনে বিশৃঙ্খলা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংঘর্ষের প্রভাবে দেশের অর্থনীতির প্রবৃদ্ধির গতিও কমে গেছে। উচ্চ সুদের হার ও মুদ্রাস্ফীতির গুরুতর হওয়ার কারণে দেশের নাগরিকদের ভোগ্যব্যয়ও ব্যাপক কমে গেছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা চলতি বছরের প্রথমার্ধে অস্ট্রেলিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়বে।

(সুবর্ণা/হাশিম/শুয়ে ফেই ফেই)