দক্ষিণ চীন সাগরে চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব আছে
2024-03-12 17:48:17

মার্চ ১২: ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগর সম্পর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর ওপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে এবং দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপিন্সের কোনো ভূখণ্ডগত বিরোধ নেই। চীন-ফিলিপিন্স দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য চীন জানায় যে, ফিলিপিন্স সমুদ্রাঞ্চল নিয়ন্ত্রণ এবং সমুদ্র-সম্পর্কিত সহযোগিতা চালাতে পারে, যা সম্পূর্ণ আলোচনার মাধ্যমে মতভেদ মোকাবিলায় চীনের আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলন। দুঃখজনকভাবে, ফিলিপিন্স ধীর গতিতে সাড়া দেয় এবং সমুদ্রে প্রায়শই আইন লঙ্ঘনকারী ও উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে; যা উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

মুখপাত্র বলেন, চীন ফিলিপিন্সের সঙ্গে অব্যাহতভাবে সংলাপের মাধ্যমে মতভেদ মোকাবিলা করতে চায়। চীন দৃঢ়ভাবে ভৌগলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষা করবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)