চতুর্দশ এনপিসি’র সমাপ্তি অধিবেশনে উপস্থিত সি চিন পিং
2024-03-11 18:23:02

মার্চ ১১: আজ (সোমবার) বিকাল ৩টায় চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সমাপনী অধিবেশন বেইজিংয়ে গণ-মহাভবনে আয়োজন করা হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও দেশের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং-সহ অন্য নেতারা এতে অংশ নিয়েছেন।

অধিবেশনে সরকারের কার্যবিবরণী, এনপিসি’র কার্যবিবরণী, সর্বোচ্চ গণ-আদালতের কার্যবিবরণী, সর্বোচ্চ গণ-অভিশংসক দফতরের কার্যবিবরণী গৃহীত হয়েছে। অধিবেশনে ২০২৪ সালে দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়ন পরিকল্পনা এবং ২০২৪ সালের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

অধিবেশনে নতুন সংশোধিত রাষ্ট্রীয় পরিষদের সংগঠন আইন গৃহীত হয়েছে। যা আইনটি জারি হওয়ার ৪০ বছরে প্রথমবারের মত বড় আকারের সংশোধন।

এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, রাষ্ট্রীয় পরিষদের উচিত তত্ত্বাবধান ব্যবস্থার উন্নয়ন, সরকারি বিষয়ের উন্মুক্তকরণ মেনে চলা এবং প্রশাসনিক ক্ষমতা পরিচালনার উপর বিধিনিষেধ ও তদারকি জোরদার করা। এতে বলা হয়, নতুন আইন রাষ্ট্রীয় পরিষদের সদস্যদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয়তা উন্নত করেছে, সদস্যদের সংবিধান এবং আইন মেনে চলতে হবে, বিবেকবান মানুষের মতো দায়িত্ব পালন করতে হবে, কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং পরিশ্রমী ও সৎ হতে হবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)