চীনের দুই অধিবেশন ধারণা ও সুযোগ ভাগাভাগি করে: আন্তর্জাতিক বিশেষজ্ঞ
2024-03-11 19:06:18

মার্চ ১১: চীনের দুই অধিবেশন বরাবরের মতো বিশ্বের নজর কেড়েছে। ‘নতুন মানের উৎপাদন শক্তি’ থেকে ‘উচ্চ গুণগত মানের উন্নয়ন’ পর্যন্ত; ‘আরও গভীরতর সংস্কার’ থেকে ‘উচ্চ মানের উন্মুক্তকরণ বাড়ানো’ পর্যন্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। তাঁরা বলেন, চীনের দুই অধিবেশন থেকে দেখা যায় চ্যালেঞ্জ মোকাবিলা করা ও ইতিবাচকভাবে অগ্রগতি অর্জনে চীনের আত্মবিশ্বাস রয়েছে। বোঝা যায় যে, বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করা চীনের প্রতিজ্ঞা ও কর্মকাণ্ড। 


বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী ইভেস লাতেরমে বলেন, ‘নতুন মানের উৎপাদন শক্তি’ উন্নয়নের ধারণা অনেক ভাল, যা চীনের অর্থনীতির বিপুল অগ্রগতি প্রতিফলিত করে। প্রেসিডেন্ট সি চিন পিং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে গুরুত্ব দিয়েছেন। যা সবার অভিন্ন উন্নয়ন, প্রকৃতির সঙ্গে সমন্বিত সহাবস্থানের উন্নয়ন। যা জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডার লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ। 


আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আরও বলেন, চীনের উন্নয়নের ধারণা শান্তিপূর্ণ উন্নয়ন ও উভয়ের জয়কে গুরুত্ব দেয়। চীনের সঙ্গে আরও বেশি সহযোগিতা চালানোর প্রত্যাশা করেন তারা।


ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি বলেন, চীনের উন্নয়ন অন্য দেশের পদ্ধতি অনুসরণ করে না; তবে, অন্য দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রকৃত অর্থে অভিন্ন উন্নয়ন বাস্তবায়নের জন্য কাজ করছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)