দক্ষিণ চীন সাগর ইস্যুতে এ অঞ্চলের বাইরের দেশগুলো যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হবে
2024-03-11 18:26:07

মার্চ ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, দক্ষিণ চীন সাগর ইস্যুটি চীন ও কিছু আসিয়ান দেশের বিষয়। এতে এ অঞ্চলের বাইরের দেশগুলোকে যুক্ত করা হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, চীন সরাসরি সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পদ উন্নয়নসহ সমুদ্র-সম্পর্কিত বিরোধগুলি যথাযথভাবে সমাধানের উপর জোর দেয়। প্রাসঙ্গিক দেশগুলির দক্ষিণ চীন সাগরের সম্পদ উন্নয়ন অবশ্যই চীনের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকারের জন্য ক্ষতিকর নয়।

(জিনিয়া/তৌহিদ)