রমজান ঘনিয়ে এলেও যুদ্ধবিরতি কার্যকর হয়নি সুদানে
2024-03-11 14:24:19

মার্চ ১১: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত শক্রবার গৃহীত ২৭২৪ নম্বর প্রস্তাবে সুদান সংঘর্ষে দু’পক্ষকে রমজান মাসে যুদ্ধবিরতি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। সুদানের সশস্ত্র বাহিনী এবং বিদ্রোহী-আরএসএফ একে স্বাগত জানালেও সোমবার রমজান মাস শুরুর আগেও উভয়পক্ষ তুমুল গুলি-বিনিময় করেছে।

সুদানের সশস্ত্র বাহিনী এর আগে দু’পক্ষের পৌঁছানো ‘জেদ্দা ঘোষণা’ বাস্তবায়ন করে ২০২৩ সালের মে মাসের পর দখল করা সকল শহর ও অঞ্চল থেকে প্রত্যাহার করার পাশাপাশি আরএসএফের দখলে থাকা গণ ও ব্যক্তিগত  সম্পত্তি ফেরত দেওয়ার দাবি জানায়। একই সময় আরএসএফ যুদ্ধবিরতি কার্যকর ও তত্ত্বাবধান ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানায়।

রোববার দু’পক্ষ সারা দেশের বেশ কয়েকটি জায়গার সংঘর্ষে লিপ্ত হয়। ওমদুরমানে সুদান সশস্ত্র বাহিনী শহরের আংশিক দখল করেছে। আরএসএফ জাতীয় বেতার ও টেলিভিশন ভবন এলাকায় পিছু হটেছে। তা ছাড়া দু’পক্ষ উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির, মধ্যাঞ্চলীয় গেজিরা রাজ্য এবং সেন্নার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় গুলি বিনিময় করেছে। (প্রেমা/হাশিম/শিশির)