রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট মোকাবিলা করার জন্য গঠনমূলক ভূমিকা পালন করতে চায় চীন
2024-03-11 19:07:21

মার্চ ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে জানান, রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট মোকাবিলা করার জন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করতে চায় চীন।


তিনি জানান, গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চীনের বিশেষ প্রতিনিধি লি হুই রাশিয়া, ইইউ’র সদর দপ্তর, পোল্যান্ড, ইউক্রেন ও জার্মানি সফর করেছেন। আজ তিনি ফ্রান্স সফর করছেন। এ সফরগুলোতে তিনি বিভিন্ন পক্ষের সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে সাক্ষাত করেছেন, তথ্য বিনিময় করেছেন, মতৈক্যে পৌঁছেছেন এবং যুদ্ধবিরতি ও রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধান নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে গভীরভাবে মতবিনিময় করেছেন। চীনের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে বিভিন্ন পক্ষ।


তিনি বলেন, ইউক্রেন সমস্যায়, আমরা আগের মতই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখে, ইতিবাচকভাবে শান্তি ও আলোচনা পুনরুদ্ধারে কাজ করব। রাশিয়া ও ইউক্রেনের আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে চীন সমর্থন দেয়। যাতে সুষ্ঠুভাবে শান্তি আলোচনা করা যায়।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)