‘মানবাধিকারের কারণেই অগ্রগতি পেয়েছে সিনচিয়াং’
2024-03-11 15:38:36

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক : সিনচিয়াং আঞ্চলিক সরকারের ভাইস চেয়ারম্যান সুন হংমেই বলেছেন, উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল মানবাধিকারের কারণে সর্বাত্মক অগ্রগতি এবং ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। স্থানীয় সরকার একাধিক ফ্রন্ট থেকে জনগণের জীবনযাত্রার উন্নতির ওপর জোর দিয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

কিছু বিদেশি মিডিয়া ‘মানবাধিকার সমস্যা’র কথা উল্লেখ করে সিনচিয়াংকে টার্গেট করলেও স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানের উন্নতি, ক্রমবর্ধমান আয় এবং অন্যান্য ক্ষেত্রের অগ্রগতির সামনে ওই দাবি টিকবে না বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

 

জনগণের জন্য একটি সুখী জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার উল্লেখ করে তিনি বলেন, স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটি এবং সরকার সর্বদা মানবাধিকার রক্ষায় গুরুত্ব দিয়েছে।

 

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি