চীনে জমে উঠছে বসন্তের ‘ফুল পর্যটন’
2024-03-11 11:08:08

 

মার্চ ১১: বসন্তে চীনের বিভিন্ন অঞ্চলে ফুটছে নান বাহারি ফুল। এই ফুলের শোভা উপভোগ করতে অনেক পর্যটক বেরিয়ে পড়ছেন ‘ফুল পর্যটনে’।

পরিসংখ্যান অনুযায়ী, এই বছরের মার্চ মাসে ফুল পর্যটনের জনপ্রিয়তা গত বছরের একই সময়ের তুলনায় তিন গুণেরও বেশি বেড়েছে, যা বসন্ত পর্যটন বাজারের প্রধান বিষয় হয়ে উঠেছে। জনপ্রিয় পর্যটন গন্তব্যের মধ্যে রয়েছে চিয়াং সি প্রদেশের উ উয়ুয়ান, তিব্বতের লিনচি ও চেচিয়াং প্রদেশের হাং চৌ ইত্যাদি।

এই বসন্তে কেউ সপ্তাহান্তে সংক্ষিপ্ত সময়ের জন্য ফুল পর্যটনে যাচ্ছেন, আবার কেউবা দীর্ঘ সময় নিয়ে বের হচ্ছেন ফুলের সৌন্দর্য উপভোগে। ইউনান প্রদেশের খুমিং শহরে অনেক ট্রাভেল এজেন্সি ৭৯ থেকে ১৩৯ ইউয়ানের মধ্যে একদিনের ট্যুর রুটও চালু করেছে, যা স্থানীয় নাগরিকদের মধ্যে খুবই জনপ্রিয়।

(রুবি/হাশিম/শিখা)