"সি চিন পিংয়ের লেখা থেকে নির্বাচিত পাঠ্যের" প্রথম ও দ্বিতীয় খণ্ডের ইংরেজি সংস্করণ প্রকাশিত
2024-03-11 19:02:26

মার্চ ১১: "সি চিন পিংয়ের লেখা থেকে নির্বাচিত পাঠ্যের" প্রথম ও দ্বিতীয় খণ্ডের ইংরেজি সংস্করণ সম্প্রতি চীনের বিদেশি ভাষা প্রেস প্রকাশ করেছে এবং দেশ-বিদেশে একযোগে প্রকাশিত হয়েছে।

"সি চিন পিংয়ের লেখা থেকে নির্বাচিত পাঠ্যের" প্রথম ও দ্বিতীয় খণ্ডের ইংরেজি সংস্করণে রয়েছে ২০১২ সালের নভেম্বর  থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ কাজ, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসে তাঁর বক্তৃতা ইত্যাদি বিষয়। এ ছাড়া অন্যান্য লেখাগুলো কালানুক্রমিক সাজানো হয়েছে।

বইটির বিদেশি ভাষায় প্রকাশনা বিদেশি পাঠকদের নতুন যুগে চীনের  বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র সম্বন্ধে সি চিন পিংয়ের চিন্তাধারা বুঝতে সাহায্য করবে এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ ও চীনা জাতির আধুনিক সভ্যতা সম্পর্কে আন্তর্জাতিক সমাজের সচেতনতা ও বোঝাপড়ার জন্য বেশ তাৎপর্যপূর্ণ।

(শুয়েই/তৌহিদ/আকাশ)