চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার সাড়ে ১৪ ট্রিলিয়ন ইউয়ান
2024-03-11 15:37:04

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালে চীনে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই-এর বাজারমূল্য ছিল প্রায় ১৪ দশমিক ৪ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ২ ট্রিলিয়ন ডলার)। সম্প্রতি চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান চায়না সেন্টার ফর ইনফরমেশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উৎপাদন, খুচরা, টেলিযোগাযোগ এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে এআই প্রযুক্তির দ্রুত সংযোজনের ওপর জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে। এতে আরও বলা হয় গতবছর চীনের উদ্যোগগুলোর ১৫ শতাংশ তাদের কাজে জেনারেটিভ এআই গ্রহণ করেছে।

চীনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাডেমির আলাদা একটি পরিসংখ্যান দেখা যায়, ২০২৩ সালের শেষ নাগাদ চীনের এআই প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চার হাজার চারশটিরও বেশি।

চীনের জাতীয় গণকংগ্রেসের অধিবেশনেও আলোচিত ছিল এআই। ৫ মার্চ জাতীয় আইনসভায় জমা দেওয়া সরকারি কার্যবিবরণীতে বলা হয়, চীন ডিজিটাল অর্থনীতির উদ্ভাবনী উন্নয়নের জন্য এআই প্লাস নামের একটি উদ্যোগ চালু করবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি