আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সমস্যা সৃষ্টি না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে তাগিদ দেয় চীন
2024-03-11 18:24:54

মার্চ ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া তথাকথিত ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়। মূলত, এটি সামরিক সহযোগিতার মাধ্যমে সামরিক সংঘাত উসকে দিচ্ছে। এটি স্নায়ু-যুদ্ধের মানসিকতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তাই, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সমস্যা সৃষ্টি না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে তাগিদ দেয় চীন

 

চীন ও অনেক দেশ এ বিষয়ে গুরুতর উদ্বেগ ও বিরোধিতা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির যে কোনো প্রচেষ্টা আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে স্নায়ু-যুদ্ধের মানসিকতা ত্যাগ করার তাগিদ দেয় চীন।

(জিনিয়া/তৌহিদ)