শহুরে-গ্রাম সংস্কারে ঋণ সহায়তা বাড়িয়েছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক
2024-03-11 15:44:59

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে শহুরে গ্রাম সংস্কার প্রকল্পের জন্য ঋণ সহায়তা বাড়িয়েছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক-সিডিবি।

ব্যাংক বলছে, গত বৃহস্পতিবার পর্যন্ত বেইজিং, শাংহাই, কুয়াংচৌ এবং উহানসহ ৩৩টি শহরে ২৭১টি প্রকল্পে ৬১ দশমিক ৪ বিলিয়ন ইউয়ানের বিশেষ ঋণপত্র জারি করেছে তারা।

ব্যাংক আরও জানিয়েছে, এই প্রকল্পগুলো প্রায় ৩ লাখ ৬০ হাজার পরিবারকে সুবিধা দিয়েছে এবং নগরায়নের জন্য বাস্তুচ্যুত পরিবারের জন্য ৬ লাখ ৯৫ হাজার আবাসন ইউনিট নির্মাণে সহায়তা দিয়েছে।

চলতি বছরের ৩০ জানুয়ারি ৯ দশমিক ০৮ বিলিয়ন ইউয়ানের প্রথম ব্যাচের ঋণপত্র জারি করে ব্যাংকটি।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি-সিনহুয়া