ইরানে গ্যাসক্ষেত্রের উন্নয়নে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি সই
2024-03-11 15:14:08

মার্চ ১১: ইরানের জাতীয় তেল কোম্পানি ও স্থানীয় ৪টি কোম্পানির সাথে রোববার ২০ বিলিয়ন মার্কিন ডলারের দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস চুক্তি সই হয়েছে।

ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, এ চুক্তি কার্যকর হলে ইরানে ৯০ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস আর ২ বিলিয়ন ব্যারেল তেল উত্পাদন করা সম্ভব হবে। এর মোট মূল্য প্রায় ৯০০ বিলিয়ন মার্কিন ডলার।

জাভেদ ওজি আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চাত্য দেশগুলোর ইরানের ওপর নিষেধাজ্ঞা ও বৈরি আচরণ দেশের তেল শিল্পের উন্নয়নে বাধা দিতে পারবে না। ইরানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাসক্ষেত্র দেশের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, এর মজবুত পরিমাণ দেশের মোট মজুদের অর্ধেকে দাঁড়িয়েছে।

(সুবর্ণা/হাশিম/শুয়ে ফেই ফেই)