চীন-আফ্রিকা অভিন্ন উন্নয়ন এগিয়ে নিতে চায় চীন: মুখপাত্র
2024-03-11 19:08:06


মার্চ ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে জানান, চীন-আফ্রিকা অভিন্ন উন্নয়ন এগিয়ে নিতে চায় চীন। 


চীন-আফ্রিকা থিংক ট্যাংক ফোরাম সম্পর্কে মুখপাত্র জানান, এটা হচ্ছে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে চীন ও আফ্রিকার মোট ৫০টি দেশের তিন শতাধিক গবেষক, উদ্যোক্তা ও কর্মকর্তা অংশ নিয়েছেন। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ধারণার আলোকে, চীন-আফ্রিকার পণ্ডিতগণ গভীরভাবে বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন এবং অভিন্ন সমাধানের প্রস্তাব দিয়েছেন।


চীনা মুখপাত্র আরও জানান, এ বছর হলো চীন ও আফ্রিকা সহযোগিতার বর্ষ। আফ্রিকার সঙ্গে একযোগে বহু মেরুর বিশ্বকে আরও সমতাসম্পন্ন ও শৃঙ্খলাপূর্ণ উন্নয়নে কাজ করতে ইচ্ছুক চীন। পাশাপাশি, উন্নয়নশীল দেশের কথা বলার অধিকার উন্নত করার জন্যও একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।


তিনি বলেন, আফ্রিকার সঙ্গে একযোগে চীন-আফ্রিকা অভিন্ন উন্নয়ন ও চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা করতে চায় চীন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)