চীন ও মার্কিন জনগণের মধ্যে আরও বেশি বিনিময় প্রত্যাশা ও উৎসাহিত করে চীন
2024-03-11 18:25:34

মার্চ ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মার্কিন জনগণের সঙ্গে বিনিময় বৃদ্ধি প্রত্যাশা এবং তাতে উত্সাহ দেয় চীন।

কিছুদিন আগে, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর মেয়র মিস্টার ব্রিড সমাজের সর্বস্তরের মানুষকে নেতৃত্ব দিয়ে যৌথভাবে এবং প্রকাশ্যে প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয় যে, গত বছরের নভেম্বরে আমেরিকান বন্ধুত্বপূর্ণ গোষ্ঠীগুলির স্বাগত ভোজসভায় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণটি চীন-মার্কিন সম্পর্কের বেসামরিক ভিত্তির উপর কেন্দ্রীভূত হয়েছিল। তাতে সান ফ্রান্সিসকো দুই দেশের জনগণের মধ্যে বিনিময় একটি অনন্য এবং গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল। তারা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব বাড়াতে ইচ্ছুক। সান ফ্রান্সিসকোর চিড়িয়াখানা জায়ান্ট পান্ডার জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন মেয়র।

 

চীনা মুখপাত্র বলেন, দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের গল্প এবং নতুন যুগে চীন-মার্কিন সহযোগিতার পারস্পরিক কল্যাণকর মডেল তৈরি করছে দু’দেশ। জায়ান্ট পান্ডা হল চীন-মার্কিন জনগণের মধ্যে বন্ধুত্বের বার্তাবাহক। চীন দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে জায়ান্ট পান্ডা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

(জিনিয়া/তৌহিদ)