‘রাশিয়া-ইউক্রেন সংঘাত চীন-জার্মানির স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’
2024-03-11 15:41:05

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: রাশিয়া-ইউক্রেন সংঘাত আরও বাড়তে পারে। যা চীন ও জার্মানিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এমনটা বলেছেন ইউরেশিয়ান বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধি লি হুই।

 

ইউক্রেন সংকট নিয়ে দ্বিতীয় দফা কূটনৈতিক তৎপরতা শুরু করতে চীনের এই বিশেষ দূত গত শনিবার মস্কোয় পৌঁছান।

 

জার্মানির কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী টমাস ব্যাগারের সঙ্গে আলাপকালে লি বলেন, দ্রুত যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে সব পক্ষের সমান অংশগ্রহণে উপযুক্ত সময়ে শান্তি সম্মেলন আহ্বানে সমর্থন দিতে জার্মানির সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।

 

এ সময় চীন-জার্মানি সম্পর্ক, ইউক্রেন সঙ্কট, শান্তি প্রক্রিয়া এবং অভিন্ন স্বার্থের নানা বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেছেন।

 

লি গত এক সপ্তাহ ধরেই রাশিয়ান, ইউক্রেনীয় এবং ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে চীনের শাটল কূটনীতি সম্পর্কে জার্মান পক্ষকে অবহিত করেছেন।

 

অন্যদিকে, ইউক্রেনীয় সঙ্কটের রাজনৈতিক নিষ্পত্তি এবং শাটল কূটনীতিতে লি হুইয়ের প্রচেষ্টার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যাগার।

 

তিনি বলেন, বর্তমান সংকট মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ এবং শান্তি আলোচনার সম্ভাবনা সম্পর্কে চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে ইচ্ছুক জার্মানি।

 

ইউরোপ সফর শেষ করার আগে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে লি হুইয়ের।

 

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন