বাণিজ্যে বিপ্লব এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা
2024-03-11 15:46:49

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইউও শহরকে বলা হয় ‘বিশ্বের সুপারমার্কেট’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এ শহরটির বাণিজ্যকে আরও প্রসারিত করেছে।

 

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিকট পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন ব্যবসায়ী।

 

ইউও ইন্টারন্যাশনাল ট্রেড সিটির একজন বিক্রেতা ফু মিয়াওলিং। তিনি চীনা ও ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষা জানেন না। কিন্তু একটি ভিডিওতে তাকে চীনা, ইংরেজি, কোরিয়ান এবং তুর্কি ভাষায় সহজেই কথা বলতে দেখা যায়। এটি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করেছেন।

 

তিনি এআই স্মার্ট সার্ভিস প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন পণ্যের ভিডিও শর্ট ভিডিওতে রূপান্তর করছেন। এর মাধ্যমে তারা বিভিন্ন চীনা পণ্যের ভিডিওগুলোকে সহজেই একাধিক ভাষায় রূপান্তর করছেন।

 

এ প্লাটফর্মের মাধ্যমে বিশ্বের ৩৬টি ভাষায় অনুবাদ করে ভিডিও প্রকাশ করা যায়। ফলে স্থানীয় ব্যবসায়ীরা বিশ্বজুড়ে ক্রেতাদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারছেন।

 

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি