‘চীনের প্রযুক্তিগত উন্নয়ন দক্ষিণ-পূর্ব এশিয়াকে উপকৃত করবে’
2024-03-11 15:39:51

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন শুধু চীন-থাইল্যান্ডের মধ্যে বিনিয়োগের ক্ষেত্র বা অধিকতর যোগাযোগ স্থাপনে সহায়তা করবে এমন নয় বরং বৃহত্তর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে এটি সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের ডিজিটাল অর্থনীতি ও সমাজমন্ত্রী প্রাসের্ট চান্তারারুয়াংথং।

সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

প্রাসের্ট বলেন, ‘চীন আজ হার্ডওয়্যার, সফটওয়্যার , প্রযুক্তি এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অনেক ক্ষেত্রেই বিশ্বে শীর্ষে অবস্থান করছে। প্রযুক্তি ও উদ্ভাবন একে অপরের সঙ্গে জড়িত। এই দুটো বিষয় একত্রিত হলে আমি মনে করি এর সুবিধা আরও বিস্তৃত হবে। ফলে শিল্প খাত এবং সামগ্রিক অর্থনীতির প্রসার ঘটবে। উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার আরও ব্যাপক হলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ভবিষ্যতে সারা বিশ্বে এই প্রযুক্তিগুলোর সদ্ব্যবহার করা জরুরি। চীনের বাণিজ্যিক অংশীদার যেমন- থাইল্যান্ডের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করবে এবং বাণিজ্যের প্রসার করবে। পাশাপাশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। আরও অধিক সংখ্যক চীনা উদ্যোক্তা থাইল্যান্ডে আসবেন এবং থাই উদ্যোক্তাগণ চীনে ভ্রমণ করবেন।’

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় থাকা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার দারুণভাবে কাজে দেবে বলেন মন্তব্য করেন তিনি।

 

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি