চীনে জোরালো সম্ভাবনা দেখছেন বিদেশি উদ্যোক্তারা
2024-03-11 15:33:53

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাজার এবং এর অর্থনীতির ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীরা বেশ আশাবাদী। যার প্রতিফলন ঘটছে চীনে ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, চীনে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ২০২৩ সালে পৌঁছেছিল ১ দশমিক ১৩ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ১৫৯ বিলিয়ন ডলার)। চীনে বিদেশি বিনিয়োগের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ।

 

এ ছাড়াও, দেশটিতে বিদেশি বিনিয়োগে গড়ে ওঠা নতুন প্রতিষ্ঠানের সংখ্যা গত বছর বেড়ে ৫৩ হাজার ৭৬৬-তে দাঁড়িয়েছে। যা এর আগের বছরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি।

 

চীনে পরিচালিত ইউরোপীয় চেম্বার অব কমার্সের এক সমীক্ষায় দেখা গেছে, কোম্পানিগুলোর প্রায় ৫৯ শতাংশই বলেছে বিনিয়োগের জন্য তাদের পছন্দের সেরা তিন গন্তব্যে চীনও আছে।

 

এই বছরের দুই অধিবেশনে, চীনা সরকার ২০২৪ সালের জন্য ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশ্লেষকরা বিশ্বাস করেন এই লক্ষ্যমাত্রা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা যেতে পারে এবং এই ধরনের লক্ষ্য দেশের উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস বাড়ায়।

 

২০১৪ সাল থেকেই চীনের অর্থনীতি একের পর এক মাইলফলক ছুঁয়েছে। চীনের জিডিপি ২০১৪, ২০১৭ ও ২০২০ সালে ছিল যথাক্রমে ৬০ ট্রিলিয়ন, ৮০ ট্রিলিয়ন এবং ১০০ ট্রিলিয়ন ইউয়ান। কোভিডের পরও চীনের জিডিপি না কমে বরং বেড়েছিল। পরবর্তী দুই বছরে জিডিপি ছিল ১১০ ও ১২০ ট্রিলিয়ন ইউয়ান।

 

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন