২০২৩ সালে সাড়ে ৮ কোটি ব্লুটুথ হেডফোন বিক্রি করেছে চীন
2024-03-11 15:45:56

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: গেল বছর চীনজুড়ে প্রায় ৮ কোটি ৫৫ লাখ ২০ হাজার ইউনিট ব্লুটুথ হেডফোন বিক্রি হয়েছে, যা এর আগের বছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি। সম্প্রতি গ্লোবাল মার্কেট রিসার্চ ফার্ম ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন বলছে, ব্রেকডাউনে ব্লুটুথ হেডফোনের বিক্রি ৬০ দশমিক ৯ মিলিয়ন ইউনিট হয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি।

প্রতিবেদনের পূর্বাভাস বলছে, চলতি বছরে হেডফোনের বিক্রি আরও বাড়বে। পাশাপাশি মোবাইলফোন কম্পানির উৎপাদিত ব্লুটুথ হেডফোনের দাম আরও কমবে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া