চীনের বিশেষ চেতনা আছে: বিভিন্ন দেশের নেতা
2024-03-11 16:04:31

মার্চ ১১: চীনের একটি বিশেষ ধরনের চেতনা আছে বলে মনে করেন বিভিন্ন দেশের শীর্ষনেতা ।

চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া সাক্ষাত্কারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, আমি জানি দরিদ্র চীন কেমন ছিল, এবং আমি দেখেছি যখন ব্রাজিলের মানুষের বেতন চীনের তুলনায় বেশি ছিল। ব্রাজিলের অর্থনীতি চীনের চেয়ে শক্তিশালী বলে মনে হয়েছিল। কিন্তু, পরবর্তীতে চীন বিরাট উন্নত হয়েছে, যা ছিল চীনের রাজনৈতিক সক্ষমতা এবং তার রাজনৈতিক পরিপক্বতার প্রকাশ।

জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা বলেন, চীনের বাছাই করা উন্নয়নের মডেল চীনকে একদম নতুন করে তুলেছে, যা খুব প্রশংসনীয়।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম-সামোই-রুটো বলেন, চীনের সঠিক বাছাইয়ের কারণেই চীন আজকের মতো হয়েছে।

ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকি বলেন, আমরা দেখেছি যে উপর থেকে নিচ পর্যন্ত চীনের উন্নয়ন হয়েছে। চীনা নেতা এবং চীনের কমিউনিস্ট পার্টি- জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। চীনা জনগণ পরিবর্তন চায় এবং আধুনিকায়ন ও সাফল্যের দিকে এগিয়ে যায়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)