উৎপাদনে নতুন শক্তির প্রতিনিধি এআই: সিপিপিসিসি সদস্য
2024-03-10 18:41:34

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: বিগত বছরে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা তথা এজিআই। নতুন উৎপাদনশীল শক্তির প্রতিনিধিত্ব করছে এ প্রযুক্তি। রোববার এমনটা বলেছেন চীনের গণ রাজনৈতিক পরামর্শক সম্মেলন সিপিপিসিসি’র ১৪তম জাতীয় কমিটির সদস্য চু সংছুন।

চু বেইজিংয়ের সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা বিআইজিএআই-এর পরিচালক। দুই অধিবেশনের ফাঁকে সদস্যদের বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন তিনি।

চু-এর প্রতিষ্ঠান বিআইজিএআই তৈরি করেছে ‘চাইল্ড’নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সত্তা। এর উদাহরণ দিয়ে চু বলেন, এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে বয়স্কদের যত্ন, গৃহস্থালির কাজ এবং সহচরীর ভূমিকা পালন করবে।

চু সংছুন আরও বলেন, চীন এ খাতে কৌশলগত শক্তি বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে চীনের দুটি শীর্ষ বিশ্ববিদ্যালয় সিংহুয়া ও পিকিং ইউনিভার্সিটিতে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার ওপর পরীক্ষামূলক ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছর, আরও আটটি চীনা বিশ্ববিদ্যালয় বিআইজিএআই-এর সঙ্গে যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে বলেও জানান তিনি।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিজিটিএন