উচ্চগতির ইন্টারনেটের আওতায় ২০৭ শহর
2024-03-10 18:45:19

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: গিগাবাইট ফাইভ-জি এবং অপটিক্যাল ফাইবারের মতো উচ্চগতির ইন্টারনেট কভারেজের আওতায় এসেছে চীনের ২০৭টি শহরে।

রোববার দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, এই ২০৭টি শহরের প্রায় ৫০ কোটিরও বেশি পরিবার উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

চীনের তিনটি প্রধান টেলিযোগাযোগ অপারেটর—চায়না টেলিকম, চায়না মোবাইল এবং চায়না ইউনিকম। জাতীয় কম্পিউটিং হাবসহ দেশটির বিভিন্ন স্থানে ১৩০টি ফাইবার অপটিক ট্রাঙ্ক ক্যাবল স্থাপন করেছে এ কম্পানিগুলো।

 

শুভ/ফয়সল

 

তথ্য ও ছবি: সিসিটিভি