চীনের বার্ষিক বাজেটে শিক্ষাকে অগ্রাধিকার
2024-03-10 18:44:07

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পরিষেবাগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি বাজেট রাখা হয়েছে শিক্ষায়। স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের চেয়েও শিক্ষায় বেশি বাজেট রাখা হয়েছে। এবারের এনপিসি সম্মেলনে এ তথ্য উঠে এসেছে।

চীনের দুই অধিবেশনে জাতীয় গণ কংগ্রেসে পেশ করা বাজেট রিপোর্ট অনুযায়ী, চীন শিক্ষায় এবার ৪ দশমিক ২৯ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৬০৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার) বিনিয়োগ করার পরিকল্পনা করেছে।

শিক্ষা প্রযুক্তিগত উদ্ভাবনের উৎস হিসেবে কাজ করে জানিয়ে বেইজিং ন্যাশনাল অ্যাকাউন্টিং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট লি শ্যুইহং বলেন, প্রথমে শিক্ষায় যথেষ্ট বিনিয়োগ করতে হবে৷

এই বছরের বাজেট প্রতিবেদনে, শিক্ষা, প্রযুক্তি থেকে শুরু করে শিল্প পর্যন্ত, নতুন মানের উৎপাদনশীল শক্তির প্রসারে উচ্চ-মানের উন্নয়ন গঠন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়।

বাজেট প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যয় ৪ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করবে বলে অনুমান করা হয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা ব্যয় ২ দশমিক ২৯ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে ধারণা করা হয়েছে। 

 

ঐশী/ফয়সল

 

তথ্য ও ছবি : সিসিটিভি