পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট জারদারিকে সি চিনপিংয়ের অভিনন্দন
2024-03-10 18:47:40

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আসিফ আলি জারদারিকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। রোববার তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় সি বলেন, চীন ও পাকিস্তান ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো অংশীদার এবং ভাইয়ের মতো। দুই দেশের ইস্পাত-কঠিন বন্ধুত্বটি ঐতিহাসিক এবং দুই দেশের জনগণের জন্য মূল্যবান সম্পদ।

সি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ ঘনিষ্ঠভাবে উচ্চপর্যায়ের বিনিময় বজায় রেখেছে, নিজ নিজ মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়ে একে অপরকে সমর্থন করেছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণে ফলপ্রসূ ফল অর্জন করেছে এবং উচ্চস্তরে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন বজায় রেখেছে।

প্রেসিডেন্ট সি চিনপিং আরও বলেন, গত এক শতকের মধ্যে সবচেয়ে দ্রুত অদৃশ্য পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বিশ্ব এবং এতে করে চীন-পাকিস্তান সম্পর্কের কৌশলগত তাৎপর্য আরও গুরুত্ববহ হয়ে উঠছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি চীন-পাকিস্তান সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন এবং ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা এগিয়ে নিতে, চীন-পাকিস্তানের বৃহত্তর উন্নয়নের জন্য প্রেসিডেন্ট জারদারির সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

গত শনিবার পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদে ভোটাভুটিতে ক্ষমতাসীন জোটের প্রার্থী হিসেবে জয়ী হন জারদারি। প্রেসিডেন্ট হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের দায়িত্ব পালন করবেন তিনি।

পাকিস্তানের পার্লামেন্টের বিবৃতি অনুসারে, জারদারি পেয়েছেন ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মেহমুদ খান আছাকজাই পেয়েছেন ১৮১ ভোট।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিজিটিএন