চীন ও ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক বিনিময় প্রচার করছে জুয়েলারি স্কুল ও আর্ট মিউজিয়াম
2024-03-10 18:39:34

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর চীন-ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বর্ষকে চিহ্নিত করে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময়ের প্রচারের লক্ষ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গেল  বছর শাংহাইতে ল’ইকোল স্কুল অফ জুয়েলারি অ্যান্ড আর্ট-এর আয়োজন করে বিখ্যাত ফরাসি জুয়েলারি ভ্যান ক্লিফ এবং আরপেলস।  প্যারিস ও হংকংকে অনুসরণ করে বিলাসবহুল গয়না শিল্পের তৃতীয় অবস্থানে আছে এ মহানগর।

ল’ ইকোল-এর চীনা ব্যবস্থাপনা পরিচালক গিউলিয়েটা ইয়ু জানান, শিশু থেকে শুরু করে কৌতূহলী শ্রোতা এবং তরুণদের জন্য, ব্যক্তিগত কোর্স, অনলাইন এবং অফলাইন কথোপকথনের পাশাপাশি প্রদর্শনী, প্রকাশনা এবং গবেষণা প্রকল্পগুলোর একটি সমৃদ্ধ প্রোগ্রাম চালু করেছে এ প্রতিষ্ঠান। সমস্ত প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বলেও জানান তিনি।  

ইয়ু বলেন, ভেন্যুতে কর্মশালা, একটি পাঠাগার এবং যুগ ও সভ্যতার মাধ্যমে গহনার বিবর্তন নিয়ে কোর্সের আয়োজন করা হবে, যাতে চীনা এবং ফরাসি শিল্প ও সংস্কৃতির মধ্যে সংযোগ আরও উন্নত করা যায়।

সংশ্লিষ্টরা মনে করেন, প্রকল্পটি প্রদর্শনী, সেমিনার, পারফরম্যান্স আর্ট এবং শিক্ষামূলক ইভেন্টসহ আগামী পাঁচ বছরে শুরু হওয়া বিভিন্ন সহযোগী প্রোগ্রাম হবে।

চীনের ভিসামুক্ত ভ্রমণ নীতি থেকে উপকৃত দেশগুলোর মধ্যে ফ্রান্সও রয়েছে।

 

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি :  সিসিটিভি