২০২৪ হবে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রতিযোগিতার বছর: চীনা গবেষক
2024-03-10 18:42:51

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালটি কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই-এর প্রায়োগিক ব্যবহার নিয়ে প্রতিযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হবে। এ বছর যারা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ নিয়ে হাজির হবে, তারাই এগিয়ে থাকবে। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেছেন চায়না ইনস্টিটিউট ফর ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির ভাইস চেয়ারম্যান লিউ বেনফু।

লিউ বলেন, বিশ্বকে কল্পনাতীতভাবে বদলে দিচ্ছে এআই। এ প্রযুক্তি চীনকে পরিবেশবান্ধব বৈশিষ্ট্যযুক্ত আধুনিকীকরণের পথে এগিয়ে নিতেও সাহায্য করবে।

তিনি আরও বলেন, শুধু বনায়নের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন অর্জন করা যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে শিল্পের উৎপাদন প্রক্রিয়ার জ্বালানি খরচ কমাতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ।

তার মতে, পোশাক, খাদ্য, বাসস্থান এবং পরিবহনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা এবং বিনোদনে এআই এর প্রয়োগ বাড়বে। এ ধরনের অ্যাপ্লিকেশনগুলোর আরও প্রসার ঘটানোর ব্যাপারে চীনা উদ্যোক্তাদের প্রতি আস্থা প্রকাশ করে লিউ বলেন, এ নিয়ে চীনের একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং চীনা উদ্যোক্তারা বিশ্বকে অচিরেই আরও চমক দেখাতে পারে।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিসিটিভি