সবুজ ও সমন্বিত উন্নয়নে গুরুত্ব দেয় চীন: আন্তর্জাতিক বিশেষজ্ঞ
2024-03-10 21:08:09


মার্চ ১০: আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানান, চীনের নতুন মানের উৎপাদন শক্তি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে নতুন শিল্প ও ভবিষ্যত শিল্পের উন্নয়ন এগিয়ে নেয় এবং সবুজ ও সমন্বিত উন্নয়নকে গুরুত্ব দেয় । তারা জানান, একাধিক নতুন জ্বালানি খাতে চীন বিশ্বের শীর্ষে স্থান পেয়েছে এবং উন্নয়নের সম্ভাবনাও বেশি। পাশাপাশি, চীনের উন্নয়নের অভিজ্ঞতা উন্নয়নশীল দেশগুলোর জন্যও সুযোগসুবিধা দেবে।  


চিলির বিশেষজ্ঞ মার্সেলা ভিলা বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে, চীনের সার্বিক উন্নয়ন দারুণ সুষ্ঠু হয়েছে। দেশের নতুন মানের উৎপাদন শক্তি স্থিতিশীল ও টেকসই সবুজ উন্নয়ন নিশ্চিত হতে পারে। লাতিন আমেরিকা ও চীনের সাথে সমন্বিত সহযোগিতা জোরদার করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেছেন। 


কঙ্গো প্রজাতন্ত্রের একাধিক কর্মকর্তা জানান, চীন অসাধারণ উন্নয়নের সুফল অর্জন করেছে এবং ব্যাপক উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে। দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। যা বিশ্বের দক্ষিণ দক্ষিণ সহযোগিতার জন্য মডেল সৃষ্টি করেছে এবং বিশ্বের দক্ষিণের দেশগুলোর অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন এগিয়ে নেয়। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)