চীন নিজের একটি পথ সৃষ্টি করেছে: আন্তর্জাতিক মত
2024-03-10 21:11:07


মার্চ ১০: একাধিক দেশের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সিএমজিকে জানিয়েছেন, চীন বিপুল উন্নয়ন ও পরিবর্তন বাস্তবায়ন করেছে। একে তারা ইতিবাচকভাবে দেখছেন। সিপিসির নেতৃত্ব, চেষ্টা ও অবদানের মাধ্যমে চীন এসব সুফল অর্জন করেছে। চীন নিজের একটি পথ সৃষ্টি করেছে বলে তাঁরা মন্তব্য করেছেন। 


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীনের সংস্কার ও রূপান্তর হচ্ছে। বাইরের বিপুল চ্যালেঞ্জ ও অন্যান্য সমস্যা মোকাবিলা করছে চীন। তারপরও চীন নিজের একটি পথ সৃষ্টি করেছে। যা সহজ নয়, এটা হচ্ছে অভূতপূর্ব সাফল্য। 


শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল ভিক্রমাসিংহে বলেন, হয়ত বিশ্বের অনেক মানুষ সারা জীবনে এত বেশি ও বড় উন্নয়ন দেখতে পারে না। চীনের উন্নয়নের সুফল দেখে আমি বিস্মিত বোধ করছি। 


৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ড্যানিস ফ্রান্সিস বলেন, অবশ্যই তা জাদুর কারণে বাস্তবায়িত হয় নি, বরং প্রচেষ্টা, শৃঙ্খলাবোধ ও অবদানের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এটা হচ্ছে চীনের সাফল্যের কারণ। 


আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ বলেন, শূন্য থেকে বিশ্বের দ্বিতীয় বড় অর্থনীতিতে পরিণত হয়েছে চীন। এখন চীন নতুন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক মঞ্চেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস গুয়েসো বলেন, এটি একটি অসাধারণ পরিবর্তন। আমি তা প্রত্যক্ষ করেছি। ১৬বার চীন সফরের মাধ্যমে আমি তার সাক্ষী। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)