চীনের প্রতিরক্ষা ব্যয় উন্মুক্ত ও স্বচ্ছ: মুখপাত্র
2024-03-10 18:48:27

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রতিরক্ষা ব্যয় উন্মুক্ত, স্বচ্ছ, যুক্তিসঙ্গত এবং পরিমিত। এ কথা বলেছেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান।

শনিবার ১৪তম জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ফাঁকে ২০২৪ সালের চীনের প্রতিরক্ষা বাজেট সম্পর্কিত গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মুখপাত্র।

গত মঙ্গলবার সকালে এনপিসিতে পেশ করা খসড়া বাজেট প্রতিবেদন অনুসারে, চীন সরকার এবার প্রতিরক্ষা বাজেট আগের বছরের চেয়ে ৭ দশমিক ২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।

উ ছিয়ান বলেন, চীন সরকার জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন এবং অর্থনীতিতে একটি সমন্বিত উন্নয়নের নীতি মেনে চলে এবং জাতীয় প্রতিরক্ষার চাহিদা ও অর্থনীতির স্তরের ওপর ভিত্তি করে প্রতিরক্ষা ব্যয়ের মাপকাঠি নির্ধারণ করে।

মুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করতে এবং চীনা বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির সামরিক রূপান্তরের প্রয়োজন মেটাতে, চীন তার প্রতিরক্ষা ব্যয়ের স্থিতিশীল বৃদ্ধি বজায় রেখেছে।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ফাইল ছবি: সিজিটিএন