বাংলাদেশের কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করছে সরকার: শেখ হাসিনা
2024-03-10 18:38:24

মার্চ ১০, সিএমজি বাংলা: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ডকে অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি, জাহাজ ও হেলিকপ্টার দিয়ে সজ্জিত করে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করা হচ্ছে। এমনটা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানী ঢাকার কোস্ট গার্ড সদরদপ্তরে কোস্ট গার্ড দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিভিত্তিক জাহাজ, হেলিকপ্টার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশের কোস্ট গার্ড।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোস্ট গার্ডকে আধুনিক করতে শিগগিরই এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, মেরিটাইম সার্ভেইল্যান্স সিস্টেম, হোভারক্রাাফট ও দ্রুতগতির বোট।

তিনি আরও বলেন, সমুদ্র নির্ভর পেশায় নিয়োজিত জনসাধারণের ও নৌ পথের নিরাপত্তায় কোস্ট গার্ড-এর গভীর সমুদ্রে টহল উপযোগী আরও ৪টি ওপিভি, ২টি মেরিটাইম ভার্সন হেলিকপ্টার সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

ফয়সল/ঐশী