নতুন জ্বালানি সংরক্ষণ উন্নয়নে নজর দেবে চীন
2024-03-10 18:46:50

মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক:

এই বছর প্রথমবারের মতো সরকারি কার্যবিবরণীতে নতুন জ্বালানি সংরক্ষণ ব্যবস্থার ক্ষেত্র অন্তর্ভুক্ত করেছে চীন। সম্প্রতি বেইজিংয়ে ১৪তম জাতীয় গণকংগ্রেস এনপিসি‘র দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী সভায় প্রধানমন্ত্রী লি ছিয়াং এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন।

প্রতিবেদনে বলা হয়, বায়ুকল ও সৌর প্যানেলের মতো নতুন জ্বালানির উৎস থেকে উৎপন্ন বাড়তি বিদ্যুৎ সংরক্ষণ করা গেলে তাতে দেশের উন্নয়ন গতি পাবে।

এ ধরনের জ্বালানি সঞ্চয়ের প্রথাগত প্রক্রিয়াটি হলো পাম্পড-স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট। তবে নতুন জ্বালানির সংরক্ষণে এখন চীনা গবেষকরা লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ফ্লো ব্যাটারির মতো নতুন প্রযুক্তির ওপর দৃষ্টি দিচ্ছেন।

চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের তথ্যানুসারে, ২০২৩ সালে নতুন করে জ্বালানি সংরক্ষণ ক্ষমতা বেড়েছিল প্রায় ২ কোটি ২৬ লাখ কিলোওয়াট । ২০২২ সালের চেয়ে যা আড়াই গুণেরও বেশি।

তথ্যে আরও দেখা গেছে, ২০২৩ সালের শেষ নাগাদ চীনজুড়ে চালু হয়েছিল প্রায় ৩ কোটি ১৪ লাখ কিলোওয়াট জ্বালানি সংরক্ষণ প্রকল্প।

চায়না ইলেকট্রিক কাউন্সিলের মতে, ২০২৩ সালের শেষ পর্যন্ত, বায়ু এবং সৌরশক্তির জেনারেটরগুলো থেকে উৎপন্ন হয়েছিল ১০৫ কোটি কিলোওয়াট বিদ্যুৎ। যা এর আগের বছরের চেয়ে ৩৮ দশমিক ৬ শতাংশ বেশি।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিসিটিভি