চীনের কৃষিপ্রযুক্তিতে খাদ্য নিরাপত্তা পাবে আফ্রিকা’
2024-03-09 18:17:21

মার্চ ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কৃষি প্রযুক্তি ও চাষবাসের কৌশলের হাত ধরে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলা করতে চায় আফ্রিকা। এক্ষেত্রে চীনের সহায়তা আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি সিজিটিএন’কে এমনটা বলেছেন কেনিয়ার নাইরোবির জোমো কেনিয়াটা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে চীন-আফ্রিকা যৌথ গবেষণা কেন্দ্রের আফ্রিকান পরিচালক রবার্ট গিতুরু।

গিতুরু বলেন, এখন আফ্রিকা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, উন্নয়নশীল দেশ হিসেবে চীন তা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী সমাধানও দিতে পারবে।

তিনি আরও বলেন, চীন সাশ্রয়ী মূল্যের ছোট আকারের কৃষি যন্ত্রপাতি এবং সরঞ্জাম তৈরি করে, যা আফ্রিকার অনেক অঞ্চলের ফলন বাড়াতে সহায়তা করছে। তার মতে, আফ্রিকার তুলনামূলকভাবে প্রচুর আবাদযোগ্য খালি জমি পড়ে আছে। চীনা প্রযুক্তি দিয়ে সেখানে সহজে আবাদ করতে পারলে তা আফ্রিকার খাদ্য সদস্যা দূর করতে পারবে বলে মনে করেন গিতুরু।

চীন-আফ্রিকা সহযোগিতার একটি অন্যতম প্লাটফর্ম হিসেবে কাজ করছে চায়না-আফ্রিকা কোঅপারেশন। ওই সহযোগিতা প্লাটফর্মের সুবাদে গিতুরুর গবেষণা কেন্দ্রেও গতবছর দৃশ্যমান পরিবর্তন এসেছে। সেখানে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস-এর তৈরি অ্যাগ্রোনোমিক টেকনিক প্রয়োগ করায় এক বছরে ভুট্টার উৎপাদন ৫০ শতাংশ বেড়েছে বলেও জানান ওই গবেষক।

তার কেন্দ্রে চীনের তৈরি হাতে ধরার উপযোগী এমন এক চারা রোপণকারী যন্ত্র আছে, যা তাদের শ্রম বাঁচিয়েছে। এ ছাড়া আছে সারি তৈরি, বীজ বপন এবং নিড়ানি দেওয়ার যন্ত্র, যেগুলোর প্রতি স্থানীয় আফ্রিকান কৃষকরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলেও জানান গিতুরু।

গিতুরু বলেন, চীনের এমন এক যন্ত্র তার গবেষণাগারে  আছে যা গবাদি পশুর জন্য আরও পুষ্টিকর খাদ্য তৈরি করতে সাহায্য করছে।

আবার চীনের কাছ থেকে আঙ্গুর, কিউই এবং ফক্সটেইল মিলেটের মতো শস্য উৎপাদনও আফ্রিকা শিখছে বলে জানান তিনি।

ওই অধ্যাপক আরও বলেন, আফ্রিকান শিক্ষার্থীরা যখন চীনে পড়াশোনা করে আবার নিজেদের দেশে ফিরে আসে তাদের জ্ঞানের বাস্তবিক প্রয়োগ ঘটাতে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন