ইরেনহোট দিয়ে চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেনের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে
2024-03-09 20:37:10


মার্চ ৯: আজ (শনিবার) পর্যন্ত ইরেনহোট রেলবন্দর দিয়ে চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেনের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে।


সাম্প্রতিক বছরগুলোতে ‘বেল্ট আন্ড রোড’ উদ্যোগে ইরেনহোট রেলবন্দরের মাধ্যমে চীন-ইউরোপ পণ্যবহন করা ট্রেন অনেক বেড়েছে। ২০১৩ সালের প্রথম চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেন চালু হয়। তারপর থেকে এ পর্যন্ত, ইরেনহোট রেলবন্দরে টানা ১০ বছরে ট্রেনের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। 


এ রেলবন্দর দিয়ে জার্মানি, পোল্যান্ডসহ ১০টি দেশের ৬০টিরও বেশি অঞ্চলে ট্রেন যাতায়াত করে। আরও বেশি চীনা পণ্য ট্রেনটির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। 


(আকাশ/তৌহিদ/ফেইফেই)