অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার করেছে চীন ও ফ্রান্স
2024-03-09 17:50:47

মার্চ ৯, সিএমজি বাংলা ডেস্ক: অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে চীন ও ফ্রান্স। শুক্রবার একটি অনলাইন আলোচনায় চীনের ভাইস প্রিমিয়ার (উপপ্রধানমন্ত্রী)  হ্য লিফেং এবং ফ্রান্সের ইকোনমি, ফিন্যান্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিজিটাল সভরেনটি মন্ত্রী লে মেয়ার এই অঙ্গীকার ব্যক্ত করেন। ফরাসী মন্ত্রীর আমন্ত্রণে চীনা উপপ্রধানমন্ত্রী এই আলোচনায় অংশ নেন।

উভয় পক্ষ উভয় পক্ষের উদ্বেগের বিষয়ে গভীরভাবে মত বিনিময় করেছে, পাশাপাশি চীন-ফ্রান্স উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও অর্থায়ন সংক্রান্ত সংলাপ অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে।

হ্য লিফেং বলেন, চীন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে ফ্রান্সের সাথে কাজ করতে ইচ্ছুক। তিনি আরও বলেন, চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকীতে উপস্থাপিত সুযোগ গ্রহণ করে চীন অর্থনৈতিক ও অর্থায়ন সংক্রান্ত সংলাপ জোরদার করতে, অটোমোটিভ, বিমান ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা গভীর ও প্রসারিত করতে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক।

লে মায়ার বলেন, ফ্রান্স-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় নতুন গতি আনতে চীনের সাথে যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক তার দেশ।

শান্তা/ফয়সল