ব্রাজিলের কৃষিখামারে চীনের যন্ত্র
2024-03-09 17:50:01

মার্চ ৯, সিএমজি বাংলা ডেস্ক:  বর্তমানে বিশ্বের অনেক দেশে ব্যবহৃত হচ্ছে চীনের তৈরি আধুনিক কৃষি যন্ত্রপাতি। ব্রাজিলের ছোট আকারের খামারগুলোতে চীনের তৈরি অত্যাধুনিক কৃষিযন্ত্রপাতি ব্যবহার করে বেশ ভালো ফল পাওয়া গেছে।

সম্প্রতি ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো নর্টে চীনা-ব্রাজিল কৃষি যন্ত্রপাতির একটি প্রদর্শনী হয়।

ব্রাজিলের কৃষি উন্নয়ন ও পারিবারিক কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী পাওলো টেইজেইরা বলেন, ‘এটা একটা ভালো সুযোগ। ব্রাজিলের ৭৫ শতাংশের বেশি কৃষি খামার ছোট আকারের। তাই আমাদের এমন যন্ত্রপাতি দরকার যা এর সঙ্গে খাপ খায়। এটা চীনা প্রযুক্তি শেখার সময়। দেখা দরকার চীন কিভাবে ব্রাজিলে যন্ত্রপাতি উৎপাদন করতে পারে এবং পারিবারিক কৃষি খামারকে যন্ত্রভিত্তিক করে তুলতে পারে।’

ব্রাজিলের পারিবারিক কৃষি খামারের উপযোগী করে একটি চীনা কৃষিযন্ত্র উৎপাদন কোম্পানি ৩১ ধরনের মেশিনারি সরবরাহ করেছে। এর মধ্যে রয়েছে ট্র্যাকটর, মিনি-টিলার, ছোট সাইজের হারভেস্টর এবং কৃষি ড্রোন।

কৃষি যন্ত্র উৎপাদন কোম্পানির প্রকৌশলী হুয়াং ওয়েইওয়েই বলেন, ‘আগে এখানে মাত্র এক থেকে তিনটি হারভেস্টার ছিল। প্রধানত সয়াবিন কাটার জন্য ব্যবহার হতো। ওই মেশিনগুলো যখন ধান কাটতো তখন ১০ থেকে ১৫ শতাংশ ক্ষতি হতো। সেটা বেশ উঁচু হার। এটা কৃষকদের জন্য দুঃখজনক ছিল। এখন চাইনিজ হারভেস্টারে ক্ষতির পরিমাণ ৩ শতাংশেরও নিচে নেমেছে। আমরা মেশিনগুলো আরও সমন্বয় করে ক্ষতির পরিমাণ আরও কমাবো। ’

প্রদর্শনীতে চীনা বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা স্থানীয় কৃষকদের দেখিয়ে দেন কিভাবে কৃষি যন্ত্রগুলো ব্যবহার করতে হবে। স্থানীয় কৃষি খামারের অবস্থার সঙ্গে খাপ খাইয়ে  কিভাবে এই যন্ত্রগুলো ব্যবহার করতে হবে সেটি কৃষকদের শেখান তারা।

মার্সেলো মাইয়া একজন কৃষক । তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে কৃতজ্ঞ। আশাকরি আরও সহযোগিতা পাবো। আমরা কৃষকরা খুব খুশি। এইসব মেশিনের সাহায্যে শস্যচাষের মাধ্যমে ভবিষ্যতে আমাদের আয় নিশ্চয়ই আরও বাড়বে।’

চীনের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে সোনালি ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখছেন ব্রাজিলের কৃষক।

শান্তা/রহমান