তথাকথিত "জাতীয় নিরাপত্তার" আড়ালে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার তাগিদ চীনের
2024-03-09 18:31:56

মার্চ ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রায়শই রাজনৈতিক উদ্দেশ্যে চীনা ছাত্রদের হয়রানি করে, জিজ্ঞাসাবাদ করে ও ফেরত পাঠিয়ে দেয়। তথাকথিত ‘জাতীয় নিরাপত্তার’ আড়ালে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় বেইজিং।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় আবারও দেখা যায় যে, যুক্তরাষ্ট্র স্বাভাবিক আইন প্রয়োগের বাইরে কাজ করে, সংশ্লিষ্ট পক্ষগুলির বৈধ অধিকার এবং স্বার্থ গুরুতরভাবে লঙ্ঘন করে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক কর্মী বিনিময়ে গুরুতর হস্তক্ষেপ করে এবং গুরুতরভাবে দুই দেশের মধ্যে কর্মী বিনিময় জোরদার ও সহজতর করার বিষয়ে চীন ও আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে পৌছানো ঐকমত্য লঙ্ঘন করে।

চীন এতে অসন্তুষ্ট এবং দৃঢ় বিরোধিতা করে। চীন যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানিয়েছে। চীনা নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে চীন।

(জিনিয়া/তৌহিদ/ফেই)