চীনে বাড়ছে আধুনিক নার্সিং হোম
2024-03-09 17:43:39

মার্চ ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে প্রবীণদের পরিচর্যা সেবা দেওয়ার মতো আধুনিক প্রতিষ্ঠানের সংখ্যাও। এরই মধ্যে অনেক পরিচর্যা কেন্দ্র তাদের বাসিন্দাদের আরামদায়ক ও সুখি জীবন নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে।

চীনের কেয়ার সেন্টারগুলো তাদের প্রবীণ বাসিন্দাদের জীবন সহজ ও আনন্দদায়ক করতে স্বাগত জানাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি।

দেশটির পু লে ইউয়ান লাভ নার্সিং হোমে এআই-চালিত রোবটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। অন্যদিকে একটি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইতোমধ্যেই আলঝেইমার্সে আক্রান্ত বয়স্ক নাগরিকদের স্মৃতির নানা উপকরণ থেকে তৈরি করছে অতীতের বিভিন্ন ভার্চুয়াল দৃশ্য।

চীনের সরকারি তথ্যমতে, গত বছরের শেষ নাগাদ চীনে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা ছিল ৩০ কোটি। তাদের দেখভালের জন্য আরও বেশি কেয়ার সেন্টার তৈরিতে উদ্যোগী হচ্ছে দেশটির ব্যক্তিখাতের উদ্যোক্তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, আগে এ পেশায় যারা আসতেন তাদের গড় বয়স ৪৫ বছর বা এর বেশি হতো। এখন তরুণরাও এগিয়ে আসছেন বয়স্কদের দেখাশোনার পেশায়। বিশেষ করে চীনের সেবা প্রদানের ঐতিহ্য ও ভালো বেতনই এ প্রবণতার পেছনে রাখছে উল্লেখযোগ্য ভূমিকা।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি