চীনের অর্থনৈতিক উচ্চ গুণগত মানের উন্নয়নে কাজ করে উদ্ভাবন
2024-03-09 20:34:37

মার্চ ৯: আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানান, চীনের অর্থনীতির সুষ্ঠু উন্নয়নের প্রবণতা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভবানের খাতে চীন অব্যাহতভাবে কাজ করে আসছে, শিল্পের রূপান্তর ও উন্নতি এগিয়ে নিচ্ছে, যা বিশ্বের অন্য দেশের জন্য মডেল হয়ে উঠেছে। 


জাপানের বিশেষজ্ঞ তাকাশি ফুজিতা জানান, গত বছর চীনের অর্থনীতি বৃদ্ধির গতি ৫ শতাংশ ছাড়িয়েছে। এর প্রশংসা করা উচিত। 


কলম্বিয়ার আন্তর্জাতিক সম্পর্ক খাতের বিশেষজ্ঞ লরেঞ্জো ম্যাগিওরেলি বলেন, আমি দেখেছি চীনের আমদানি ও রপ্তানির তথ্য অনেক ভাল। আমি মনে করি, তা চীনা অর্থনীতির জন্য বেশ ভাল। 


নাইজেরিয়ার পণ্ডিত স্যামসন ইবিয়ন বলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হল উদ্ভাবন ও উৎপাদন পদ্ধতির রূপান্তরের মাধ্যমে উন্নয়ন বাস্তবায়নের চেষ্টা করেছে চীন। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যের ওপরও গুরুত্বারোপ করা হয়। 


তানজানিয়ার গবেষক জানান, নতুন মানের উত্পাদনকারী শক্তি শুধু চীনের উন্নয়নের জন্যই কাজ করে না, বরং আফ্রিকার উন্নয়নেও সাহায্য করে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)