চীনা ও বিদেশি মানুষ বিনিময়ে সুবিধা দিতে ধারাবাহিক নতুন ব্যবস্থা নিয়েছে বেইজিং
2024-03-09 20:36:02

মার্চ ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে জানান, গত বছর উচ্চ গুণগত মানের উন্নয়ন ও উচ্চ মানের উন্মুক্তকরণ সেবা দিতে চীন দেশি-বিদেশি মানুষের বিনিময় এগিয়ে নিতে ধারাবাহিক নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত ২৩টি দেশের সাথে সার্বিকভাবে যৌথ ভিসা ছাড় নীতি বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া, ৬০টিরও বেশি দেশ ও অঞ্চল চীনা নাগরিকদের ভিসা ছাড় বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দিয়েছে। এতে চীনা নাগরিকদের বিদেশ ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হয়েছে। 


মাও নিং বলেন, চান্দ্র নববর্ষে যৌথ ভিসা ছাড় ও বিমান রুট পুনরুদ্ধারের কারণে চীনা নাগরিকদের বিদেশ ভ্রমণ ও বিদেশি নাগরিকদের চীনে ভ্রমণ ও পরিবারের সঙ্গে পুনর্মিলন অনেক বেড়েছে। 


মুখপাত্র ভ্রমণ খাতের একটি উদাহরণ দিয়ে বলেন, এ সময় সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়া চীনা পর্যটকের সংখ্যা ২০১৯ সালের বসন্ত উৎসবের সময়ের পর্যায়ে এসেছে। সেসব দেশ থেকে চীনে আসা পর্যটকের সংখ্যাও ২০১৯ সালের চেয়ে ১৫ শতাংশ বেড়ে গেছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)