আধুনিক প্রযুক্তির ব্যবহারে চীনে বাড়ছে কৃষি উৎপাদন
2024-03-09 17:48:02

মার্চ ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এখন চলছে গ্রামীণ পুনর্জীবনের ধারা। কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতি একক জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। ব্যবহার হচ্ছে ড্রোনসহ নানা রকম আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ফসলের মাঠ। হারভেস্টার মেশিনগুলো ফসল তোলার কাজে ব্যস্ত। চীনের কৃষিক্ষেত্রে এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতি ইউনিট জমিতে শস্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধির জন্য কাজ চলছে। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ পুনর্জীবনের ধারাকে বেগবান করা হচ্ছে।

পিকিং বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রামীণ উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক চাং হোংইয়ু বলেন, ‘এই বছর কেন্দ্রীয় সরকার প্রতি ইউনিট জমিতে শস্য উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষ জোর দিচ্ছে। ২০২৪ সালে খাদ্য নিরাপত্তার লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট প্রযুক্তির সমন্বিত ব্যবহার বাড়ানো হচ্ছে।’

এটি কৃষিক্ষেত্রে ২০২৪ সালের জন্য এক নম্বর কেন্দ্রীয় পরিকল্পনা।

এই কার্যক্রমের আওতায় ২০২৪ সালে চীনের বার্ষিক শস্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কমপক্ষে ৬৫০ বিলিয়ন কিলোগ্রাম।

এই লক্ষ্য অর্জনে জোর দেয়া হয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে। ব্যবহার করা হচ্ছে ড্রোন। কৃষি বিশেষজ্ঞরা মাঠে মাঠে ঘুরে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি শেখাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। কিভাবে সার প্রয়োগ করলে ফসলের সবচেয়ে বেশি কাজে লাগে সে বিষয়টি হাতে কলমে শিখছেন কৃষকরা। হারভেস্টার মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতি ইউনিট জমিতে শস্যের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।

চাং হোংইয়ু আরও বলেন, ‘ আমরা উচ্চমানের কৃষিক্ষেত্র গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছি। উচ্চ প্রযুক্তি সম্পন্ন বীজশিল্প, কৃষি যন্ত্রপাতির ব্যবহারকে এগিয়ে নেয়া, এবং কৃষিতে বাণিজ্যিক পরিষেবাকে উন্নত করার চেষ্টা করছি। এর ফলে শস্য উৎপাদনে স্থিতিশীলতা আনার চেষ্টা হচ্ছে। ২০২৪ সালে ১.৩ ট্রিলিয়ন চিন বা ৬৫০ বিলিয়ন কিলোগ্রাম শস্য প্রাপ্তির লক্ষ্য রয়েছে আমাদের।’

চীনে সরকারি যে নথি সম্প্রতি জারি করা হয়েছে তার ছয়টি অংশ আছে। এই ছয়টি অংশ হলো জাতীয় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্যের পুনরাবৃত্তি রোধ করা, গ্রামীণ শিল্পের উন্নয়ন, গ্রামীণ নির্মাণকে শক্তিশালী করা, গ্রামসরকারকে সমর্থন এবং কৃষি, গ্রামীণ এলাকা ও কৃষকের উন্নয়নে কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে শক্তিশালী করা।

চীনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়ন ঘটানো হচ্ছে এবং খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করা হচ্ছে।

শান্তা/রহমান