বাণিজ্যিক মহাকাশযানের বিকাশ ঘটবে চীনে
2024-03-09 16:10:17

মার্চ ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাণিজ্যিক মহাকাশযান শিল্প এবার দ্রুত এগোবে। কারণ এটাকে চীনের প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে সরকারি কার্যবিবরণীতে রাখা হয়েছে।

মঙ্গলবার চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-এর দ্বিতীয় অধিবেশনে উদ্বোধনী সভায় প্রদত্ত সরকারি কার্যবিবরণীতে উদীয়মান শিল্প হিসেবে বাণিজ্যিক মহাকাশযান ফ্লাইটকেও রাখা হয়েছে তালিকায়।

চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চীন গত বছর ৬৭টি রকেট উৎক্ষেপণ করেছিল। যার মধ্যে ২৬টি উৎক্ষেপণ ছিল বাণিজ্যিক। সাফল্যের হার ছিল ৯৬ শতাংশ। একই সময়ে, চীন ১২০টি বাণিজ্যিক স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করেছে। যা ওই বছর সারা বিশ্ব থেকে উৎক্ষেপিত মোট স্যাটেলাইটের ৫৪ শতাংশ।

সিএএস স্পেস নামের একটি চীনা বাণিজ্যিক মহাকাশযান প্রতিষ্ঠানের ক্যারিয়ার রকেট ডিজাইনার ইয়াং ইছিয়াং জানালেন, বাণিজ্যিক মহাকাশ শিল্পের প্রথম নীতি হলো বাজারের চাহিদার ওপর ঘনিষ্ঠ নজর রাখা। দ্বিতীয় বিষয়টি হলো, লাভজনক ও নির্ভরযোগ্য পরিষেবা দেওয়া। আর তাই রকেট উৎক্ষেপণের খরচ কমাতে চীনকে আরও কিছু প্রযুক্তিগত মাইলফলক অর্জন হবে বলে জানান ইয়াং।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি