চীন-আরব অভিন্ন লক্ষ্যের সমাজ নির্মাণ এগিয়ে নিতে ইচ্ছুক চীন
2024-03-08 18:28:43

মার্চ ৮: আরব লীগের ১৬১তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদে আরব-চীন সম্পর্ক বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আরব দেশ চীনের সঙ্গে সম্পর্কের উপর গুরুত্ব দেয় এবং এক চীন নীতি সমর্থন করে। 

 

এতে আরও বলা হয় যে, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় চীনের সঙ্গে নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে, আরব এবং চীনে অনুষ্ঠেয় চীন-আরব দেশের সহযোগিতা ফোরামের মন্ত্রী পর্যায়ের ১০ম সম্মেলনকে স্বাগত জানায়। পাশাপাশি আঞ্চলিক সংকট সমাধান , আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে চীনের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয় প্রস্তাবে। 

 

এ প্রসঙ্গে আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, এ প্রস্তাব চীন-আরব গভীর মৈত্রী এবং চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে আরব দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।

 

চলতি বছর চীন-আরব সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী, এ কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, এ সুযোগকে কাজে লাগিয়ে চীন, প্রথম চীন-আরব শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন করতে, নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীরতর করতে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে অভিন্ন কণ্ঠে কথা বলতে এবং চীন-আরব অভিন্ন লক্ষ্যের সমাজ  নির্মাণ এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক চীন।

(শিশির/হাশিম/লিলি)