বেইজিংয়ে আন্তর্জাতিক নারী দিবসের সংবর্ধনা
2024-03-08 15:39:49


 

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: লিঙ্গ সমতার বৈশ্বিক এজেন্ডাকে এগিয়ে নিতে চীন অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করবে এবং সকল নারী ও সবার জন্য একটি উন্নত বিশ্ব গড়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন চীনা স্টেট কাউন্সিলর এবং অল-চায়না উইমেনস ফেডারেশনের প্রেসিডেন্ট শেন ই ছিন।

 

বৃহস্পতিবার বেইজিংয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

 

এসময় চীনকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার এবং চীনা আধুনিকায়নের মাধ্যমে জাতীয় পুনরুজ্জীবন অর্জনে চীনা নারীদের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি দেশ ও বিদেশের নারীদের শুভেচ্ছা জানান। 

 

অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, কেন্দ্রীয় পার্টি এবং সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী আইন প্রণেতা এবং দেশের চলমান "দুই অধিবেশনে রাজনৈতিক উপদেষ্টা", বিভিন্ন সেক্টর এবং জাতিগত গোষ্ঠীর নারী প্রতিনিধি, কূটনৈতিক দূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিদেশী নারী বিশেষজ্ঞ, হংকং এবং ম্যাকাওয়ের নারী প্রতিনিধিসহ সহস্রাধিক বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

ঐশী/শান্তা 

তথ্য ও ছবি: সিসিটিভি