চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে প্রতিদ্বন্দ্বিতামূলক হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করে বেইজিং: মুখপাত্র
2024-03-08 18:45:40

মার্চ ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে চীন সংক্রান্ত সংশ্লিষ্ট মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, ‘আমরা সবসময় মনে করি, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনো খেলা নয়, যেখানে আপনি হারবেন আর আমি জিতবো, কিংবা আপনি উঠবেন আর আমার পতন হবে। আমরা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে সংজ্ঞায়িত করা এবং চীনের মুখে কালি লেপন করার বিরোধিতা করি।’

মাও নিং আরও বলেন, প্রতিযোগিতার নামে চীনের বৈধ উন্নয়ন অধিকার সীমিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টারও বিরোধিতা করে বেইজিং।

লিলি/হাশিম/শিশির।