আফগান সরকারের সঙ্গে সংলাপ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান চীনের
2024-03-07 15:48:33


মার্চ ৭: আফগান সরকারের সঙ্গে সংলাপ বজায় রাখতে আন্তজাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপপ্রতিনিধি কেং শুয়াং।

গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের আফগানিস্তান বিষয়ক এক উন্মুক্ত আলোচনায় এ আহ্বান জানান তিনি।

কেং শুয়াং বলেন, আফগানিস্তানে অস্থায়ী সরকার ক্ষমতায় আসার পর গত আড়াই বছরে দেশটিতে স্থিতিশীলতা বজায় রয়েছে, অর্থনৈতিক ও গণজীবিকা উন্নত হয়েছে এবং আঞ্চলিক সহযোগিতাও সম্প্রসারিত হয়েছে, যেগুলোকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে আফগানিস্তান মানবিক পরিস্থিতি, অর্থনৈতিক উন্নয়ন, সন্ত্রাসী হুমকিসহ নানা ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে রয়েছে – একথা উল্লেখ করে তিন বলেন, নিরাপত্তা পরিষদের উচিত সার্বিকভাবে ও বলিষ্ঠতার সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করা।

কেং শুয়াং বলেন, প্রথমত, আফগানিস্তানের সঙ্গে বাস্তব সহযোগিতার বিষয়কে অগ্রাধিকার দিতে হবে, দ্বিতীয়ত, আফগান সরকারের সঙ্গে সংলাপ ও বৈঠক বজায় রাখতে হবে এবং তৃতীয়ত, আফগানিস্তানে সন্ত্রাস দমনে সমর্থন প্রদান অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে চীন দেশটির শান্তি ও উন্নয়নে সমর্থন দিয়ে যাবে এবং দেশটির জনগণকে যথাসাধ্য সাহায্য করবে।

(রুবি/রহমান/শিশির)