‘তাইওয়ানের স্বাধীনতা’র সমর্থকরা ইতিহাসের শাস্তি পাবে: ওয়াং ই
2024-03-07 18:25:35

মার্চ ৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাইওয়ানে এবং আন্তর্জাতিক অঙ্গনে ‘তাইওয়ানের স্বাধীনতা’র সমর্থকরা ইতিহাসের শাস্তি পাবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে কূটনীতি-বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, চীনের তাইওয়ান সম্পর্কিত নীতি খুব স্পষ্ট। সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাতৃভূমির সঙ্গে তাইওয়ানের শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য চেষ্টা চালাবে বেইজিং। তবে, চীনের ছাড় দেওয়ার চূড়ান্ত সীমাও খুব স্পষ্ট, তা হল চীন থেকে তাইওয়ান কখনো বিচ্ছিন্ন হতে পারবে না।

ওয়াং ই বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’র পক্ষের শক্তি হল প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে ধ্বংসাত্মক। তাইওয়ান প্রণালীর শান্তি স্থিতিশীলতা রক্ষা করতে চাইলে ‘তাইওয়ানের স্বাধীনতার’ দৃঢ়ভাবে বিরোধিতা করতে হবে। যত দৃঢ়ভাবে একচীন-নীতি সমর্থন করা হবে, তাইওয়ান প্রণালী ততই বেশি শান্তি আসবে ও নিরাপদ হবে।

(তুহিনা/হাশিম/শিশির)