কারিগররা চীনা জাতির স্তম্ভ: প্রেসিডেন্ট সি
2024-03-07 19:29:25

মার্চ ৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, কারিগররা চীনা জাতির ভিত্তিপ্রস্তর ও স্তম্ভ, তারা দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৫ মার্চ বিকেলে এনপিসি’র চিয়াংসু প্রদেশের প্রতিনিধিদলের পর্যালোচনা সম্মেলনে তিনি এ কথা বলেন।

সি চিন পিং বলেন, শিল্পের উন্নয়ন, বিশেষ করে বিশ্বের শীর্ষস্থানে দখল করার প্রক্রিয়ায় কারিগররা খুব গুরুত্বপূর্ণ। ভালো পরিকল্পনা করে তাদের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। তাই আমাদের উচিত বৃত্তিমুলক প্রশিক্ষণ উন্নত করা, কারিগরদের বেতনভাতা ও সুযোগসুবিধা বাড়ানো।

(তুহিনা/হাশিম/শিশির)