চীন ও যুক্তরাষ্ট্র অবশ্যই শান্তিপূর্ণ সহাবস্থানের সঠিক উপায় খুঁজে পাবে: ওয়াং ই
2024-03-07 14:27:31

মার্চ ৭: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেছেন, এ বছর হলো চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী।

তিনি বলেন, চীন বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও যোগাযোগ জোরদার, বিভিন্ন মহলের ব্যক্তিদের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান উন্নীত, পরস্পরকে জানার সেতু প্রতিষ্ঠা এবং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি ও কুসংস্কার দূর করতে ইচ্ছুক।

ওয়াং ই বলেন, চীন বিশ্বাস করে, দুদেশ অবশ্যই বর্তমান বিশ্বের দুটি ভিন্ন প্রধান দেশের জন্য একটি সঠিক উপায় খুঁজে বের করতে সক্ষম হবে।

ওয়াং ই বলেন, দুদেশের সম্পর্কের পূর্বশর্ত হলো পারস্পরিক সম্মান। দুদেশের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন – একথা উল্লেখ করে তিনি বলেন, পার্থক্যকে সম্মান ও স্বীকৃতি দিলেই দুই দেশের মধ্যে বিনিময় টেকসই হতে পারে।

শান্তিপূর্ণ সহাবস্থানকে ‘শেষ সারি’ হিসাবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দুটি বড় দেশের মধ্যে সংঘাতের পরিণতি অকল্পনীয় হবে। সহযোগিতা ও অভিন্ন কল্যাণ হলো উদ্দেশ্য। তিনি বলেন, দুদেশ সহযোগিতা চালালে উভয় দেশের এবং বিশ্বের জন্য উপকারী অনেক কাজ করা যাবে। (ছাই/রহমান)